নারগিস পারভীন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী। তিনি বলেন, যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদেরকে প্রত্যাখ্যান করে জনগন ভোট দিয়েছে। বুধবার বিকালে তুরাগের বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে খসরু চৌধুরী এমপি আরও বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাস হরতাল অবরোধের পরেও মানুষ নির্বাচনমুখী ছিল। আমি বাউনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। ৭ তারিখে নির্বাচনের মাঠে আপনারা আমার পাশে ছিলেন আমিও আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। তুরাগ থানাধীন ৫২ নং ওয়ার্ডের সাবেক ছাত্র নেতা মো. সোহেল মিয়ার নেতৃত্বে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং এলাকাবাসি ফুলের তোড়ায় বরণ করে নেন ঢাকা- ১৮ আসনের নব নির্বাচিত সাংসদ খসরু চৌধুরীকে।
.
আপনার মতামত লিখুন: